বিবা্দের জেরে কুড়োলের আঘাতে গুরুতর জখম ব্যক্তি, গ্রেফতার ১   

শিলিগুড়ি, ১৮ আগস্টঃ ফুলবাড়ি ২ নম্বর অঞ্চলের কাঞ্চনবাড়ি এলাকায় জমির সীমানা প্রাচীর দেওয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে কুড়োলের আঘাতে গুরুতর জখম হয় এক ব্যক্তি।ঘটনার তদন্তে নেমে ১ জনকে গ্রেফতার করল পুলিশ।ধৃতের নাম উপেন রায়।


প্রসঙ্গত, মঙ্গলবার কাঞ্চনবাড়ি এলাকার বাসিন্দা সহদেব রায় নিজের বাড়ির সীমানা প্রাচীরের কাজ করতে গেলে প্রতিবেশী বেশ কয়েকজন তার ওপর চড়াও হয়।অভিযোগ, সেইসময় এক প্রতিবেশী তাকে কুড়োল দিয়ে আঘাত করে।তাকে বাঁচাতে গিয়ে আরও এক ব্যক্তি আহত হন।ঘটনার পর গুরুতর জখম সহদেব রায়কে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর পাঁচজনের বিরুদ্ধে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে সহদেব রায়ের পরিবার।সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ১ জনকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *