কুয়াশাচ্ছন্ন গজলডোবা, বর্ষায় শীতের আমেজ

রাজগঞ্জ, ১৭ জুনঃ কুয়াশাচ্ছন্ন গজলডোবা।গরমের মধ্যেও শীতল পরিবেশ।বর্ষায় গজলডোবার এই মনোরম আবহওয়া দেখতে পেয়ে খুশি পর্যটকেরা।পথচলতি মানুষও দাঁড়িয়ে পড়ছেন এই মনোরম পরিবেশ উপভোগ করতে।  


জলপাইগুড়ি জেলার গজলডোবায় সারাবছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে।গত দুদিন ধরে লাগাতার বৃষ্টিতে গজলডোবায় যেমন বেড়েছে তিস্তার জলস্তর, তেমনি আবহাওয়াও হয়ে উঠছে হিমশীতল।তিস্তা নদীর জলরাশির ওপর কুয়াশায় ঢেকে গিয়েছে।মনে হচ্ছে যেন শীতকাল।শুক্রবার প্রচুর পর্যটক আসেন গজলডোবায়।তবে এমন শীতল স্নিগ্ধ পরিবেশ উপভোগ করবেন তা ভাবেননি কেউ।শান্ত শীতল বাতাস আর এই মনোরম পরিবেশ চুটিয়ে উপভোগ করতে দেখা গেল পর্যটকদের।

এদিন গজলডোবায় ঘুরতে আসা পর্যটকরা বলেন, যেন শীতের সকাল। কুয়াশা এবং শীতল বাতাস। সত্যিকারে একটা আলাদা অনুভুতি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *