শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ মঙ্গলবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন শিলিগুড়ি শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়।কুয়াশাচ্ছন্ন থাকায় বিমান উঠানামা বন্ধ বাগডোগরা বিমানবন্দরে।
জানা গিয়েছে, এখন পর্যন্ত দশটিরও বেশি বিমান অবতরণ করতে পারেনি।বিমানবন্দর সূত্রে খবর,এদিকে ইতিমধ্যেই দুটি বিমান বাতিল করা হয়েছে।১৬০০ মিটার দৃশ্যমানতা হলে বিমান নামবে বর্তমানে ৮০০ দৃশ্যমানতা রয়েছে।যার জেরে সমস্যায় পড়েছেন বিমান যাত্রীরা।