লাগাতার হাতির হানা, আতঙ্কে দিন কাটাচ্ছেন মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের তিস্তার চরের বাসিন্দারা

রাজগঞ্জ, ১৭ জুলাইঃ লাগাতার হাতির হানায় আতঙ্কিত মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের তিস্তার চরের বাসিন্দারা। একটি বুনো হাতি প্রায় প্রতিদিন এলাকায় তান্ডব চালাচ্ছে।শুক্রবার রাতেও তিস্তার চরের মিলনপল্লীর বেশকয়েকটি বাড়ি ভাঙচুর করে বলে জানা গিয়েছে।  


এক বাসিন্দা রাধারানি সরকার বলেন, রাতের খাবার সেরে সবাই ঘুমোতে যাই।রাত ১১টা নাগাদ আচমকা শব্দ শুনতে পাই।উঠে দেখি একটি হাতি বাড়ির উঠোনে দাঁড়িয়ে রয়েছে।প্রথমে শোওয়ার ঘরে তান্ডব চালিয়ে বেড়া ভেঙে দেয়।তারপর অন্য একটি ঘর ভাঙচুর করে।প্রায় প্রতিরাতে ওই হাতিটি তাণ্ডব চালাচ্ছে। এরফলে এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

প্রহ্লাদ সরকার নামে আরেক বাসিন্দা জানান, প্রতিদিন এলাকায় হাতির তান্ডব চলে।কিছুদিন আগে দাঁতাল হাতিটির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।আজ বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে।বনকর্মীদের টহলদারি বাড়ানো দরকার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *