লঙ্কার দামে আগুন, হাত জ্বলছে মধ্যবিত্তের

শিলিগুড়ি, ১ জুলাইঃ লঙ্কা খেয়ে ঝাল না লাগলেও লঙ্কার যা দাম তাতে হাত জ্বালা করবে নিশ্চয়।সপ্তাহ শেষে লঙ্কার দাম শুনে বাজার করতে গিয়ে থতমত খেতে হচ্ছে মধ্যবিত্তদের।


এমনিতে রান্নার গ্যাস, ভোজ্য তেল থেকে শুরু করে সব কিছুরই দাম বাড়ছে।এরমধ্যে লঙ্কার দামে হেঁশেলে চিন্তায় পড়েছেন গিন্নিরা।তরকারিতে লঙ্কা দেওয়ার আগে দুবার ভাবতে হচ্ছে। 

গত কয়েকদিনে সমস্ত শাক সবজির দাম বেশ অনেকটাই বেড়েছে।এরমধ্যে লঙ্কার দাম হু হু করে বাড়ছে। রাজ্যে বৃষ্টি ও আমদানি কম থাকাতেই দাম বাড়ছে বলে জানা গিয়েছে।এছাড়াও জ্বালানির দাম বাড়ায় পরিবহন খাতেও খরচ বাড়ছে। সেকারণেই লঙ্কা সহ বহু সবজির দাম বাড়ছে।


শনিবার শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় লঙ্কার দাম ছিল প্রায় ৩০০-৩২০ টাকা কিলো। কোনও সবজির দাম বেড়েছে কেজিতে ১০- ২০ টাকা পর্যন্ত।এই অবস্থায় বাজার করতে গিয়ে অনেকেই দাম শুনে চিন্তায় পড়ে যাচ্ছেন।

ব্যবসায়ীরা বলছেন,  বর্ষার জন্য বাজারে কাঁচামাল পাওয়া যাচ্ছে না।সেজন্য দাম বাড়ছে। লঙ্কার দাম শুনে কেউ ২০ টাকার তো কেউ ৩০ টাকার লঙ্কা কিনে বাড়ি ফিরছেন।

অন্যদিকে ক্রেতারা জানান, লঙ্কা সহ সবজির দাম যেভাবে বাড়ছে তা আমরা কিভাবে বাজার সারবো তা ভাবছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *