শিলিগুড়িতে আর নেই ১০০ ডায়ালের সমস্যা, সহজে করা যাবে ফোন

শিলিগুড়ি, ১ সেপ্টেম্বরঃ অভিযোগ ছিল ১০০ ডায়ালে ফোন করলে হয় ব্যস্ত থাকে নাহলে ফোন লাগে না।শিলিগুড়ির বহু মানুষের এমনই অভিযোগ ছিল বহুদিন ধরে।ফলে কোনো অসুবিধায় কীভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন তা নিয়ে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।


অবশেষে সেই সমস্যা দূর করতে নতুন ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু হল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে।যেখানে ১০০ ডায়াল ব্যবস্থাও সাজানো হয়েছে।একসঙ্গে এখন ৫ টি ফোন ধরতে পারবেন কন্ট্রোল রুমে থাকা পুলিশ কর্মীরা।এছাড়া সমস্ত কল রেকর্ডিং হবে।বিভিন্ন টেলিকম সংস্থাগুলির সঙ্গেও কথা বলেছেন পুলিশ আধিকারিকেরা।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় মানুষ যাতে সহজে ১০০ ডায়ালে ফোন করতে পারেন তা নিয়ে আলোচনা হয়েছে।বুধবার ‘পুলিশ ডে’ তে পুলিশ কমিশনার গৌরব শর্মা নতুন কন্ট্রোল সিস্টেমের উদ্বোধন করেন।পাশাপাশি পুলিশ ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেমেরও এদিন উদ্বোধন করা হয়।


পুলিশ কমিশনার জানান, অত্যাধুনিক কন্ট্রোল রুমের মাধ্যমে মোবাইল ভ্যানগুলি কোথায় রয়েছে তা দেখা যাবে।এছাড়া যে কেউ এখন সহজে ১০০ ডায়ালে ফোন করতে পারবেন।

 

One thought on “শিলিগুড়িতে আর নেই ১০০ ডায়ালের সমস্যা, সহজে করা যাবে ফোন

  1. Manoj Roy says:

    To
    Siliguri police commissioner

    Khub valo laglo , amader eta onek diner ovijog chilo, keu korte pareni etogulo bochor dhore, apni siligurite asar pore mone hoy jeno puro Siliguri change hoye gelo .

    Amader Siliguri basi khubi khusi .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *