শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সরকারি জমি অর্থাৎ শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের অধীনস্থ লিস হোল্ডার জমিগুলিকে ফ্রি হোল্ড করা হবে।সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন এসজেডিএ এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।
জানা গিয়েছে, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের অধীনস্থ ৭০০টি লিস হোল্ডার জমি রয়েছে।সেইসমস্ত জমি ফ্রি হোল্ড করা হবে।জমির মালিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।আজ শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের কার্যালয়ে লিস হোল্ডার জমির মালিক ও শিলিগুড়ির ব্যবসায়িক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করা হয়।
এদিন উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দিলীপ দুগার, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সদস্য কাজল ঘোষ,গৌতম গোস্বামী,পরিমল মিত্র সহ অন্যান্য আধিকারিকেরা।
এই বিষয়ে এসজেডিএ এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, এটা ঐতিহাসিক সিদ্ধান্ত।লিস হোল্ড জমিগুলিতে ফ্রি হোল্ডার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।জমিতে যার অধিকার তাকেই অগ্রাধিকার দিচ্ছে সরকার।সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি দিতে হবে।