সিঙ্গাপুরের আদলে শিলিগুড়িতে ‘লজিস্টিক হাব’-উদ্যোগ সিআইআই এর

শিলিগুড়ি, ২৩ জুলাইঃ সিঙ্গাপুরের আদলে শিলিগুড়িতেও হবে ‘লজিস্টিক হাব’।এমনটাই উদ্যোগ গ্রহণ করেছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি(সিআইআই)।


জানা গিয়েছে, মূলত উত্তর পূর্ব ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যবস্থাকে শিলিগুড়িকে করিডর করে দেশ বিদেশে ছড়িয়ে দিয়ে আর্থিক উন্নয়নকে পাখির চোখ করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।ইতিমধ্যেই শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির স্থলবন্দরকে কাজে লাগিয়ে লজিস্টিক হাব তৈরির কাজ শুরু করা হয়েছে।এই স্থলবন্দরের মাধ্যমে উত্তর পূর্ব ভারত ও নেপাল, ভুটান, বাংলাদেশের উৎপাদকদের থেকে আমদানি করা সামগ্রী দেশ ও বিদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুক্রবার শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে নেপাল ও দেশের বিভিন্ন বিনিয়োগকারী ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সিআইআই সহ অন্যান্য দেশের প্রতিনিধিরা।পাশাপাশি ফুলবাড়ির স্থলবন্দরের পরিকাঠামো খতিয়ে দেখেন তারা।  


এই বিষয়ে অমিত কুমার জানান, উত্তর-পূর্ব ভারত ও নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে আমদানি করা সামগ্রী শিলিগুড়িকে করিডর করে কম খরচায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া সম্ভব।সেই কারণেই আমরা সকলে একসঙ্গে হয়ে উত্তরবঙ্গের এই শহরকে ‘লজিস্টিক হাব’করার লক্ষ্যে এগোচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *