চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা, বাগডোগরা থেকে গ্রেফতার ব্যক্তি

রাজগঞ্জ, ২৩ জানুয়ারিঃ চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো রাজগঞ্জ থানার পুলিশ।রবিবার বাগডোগরা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।ধৃতের নাম শ্যামল বর্মন।বাগডোগরা থানার অন্তর্গত ভুবনগুড়িছাট গ্রামের বাসিন্দা।ঘটনায় পলাতক আরেক অভিযুক্ত করিমূল হক।সে রাজগঞ্জের বাসিন্দা।


জানা গিয়েছে, ২০২০ সালে রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের তেওয়ারিপাড়ার যুবক সাজ্জিত হোসেনকে ব্লকের ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা নেয় শ্যামল বর্মন এবং করিমূল হক।একইভাবে ভাঙ্গামালির নুর ইসলাম নামে আরেক যুবকের কাছ থেকেও ৩ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছে বলে অভিযোগ।কিন্তু টাকা নেওয়ার অনেকদিন হয়ে গেলেও চাকরির ব্যবস্থা করতে পারেনি তারা।এরপর টাকা ফেরত চাইলে তা দিতে টালবাহানা শুরু করে দুই অভিযুক্ত।গতবছর সজ্জিত হোসেনকে ৫০ হাজার টাকা ও অন্য যুবককে ২ লক্ষ টাকা ফেরতের জন্য চেক দিলেও তা বাউন্স হয়ে যায়।এরপরই অভিযোগ করা হয় রাজগঞ্জ থানায়।

সেই অভিযোগের ভিত্তিতে রাজগঞ্জ থানার এসআই  মনসুরুদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে রবিবার রাতে শ্যামল বর্মনকে গ্রেফতার করে পুলিশ।সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।


যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করে অভিযুক্ত।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এদিকে রাজগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে প্রতারণা চক্রে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *