জলপাইগুড়ি, ১০ এপ্রিলঃ প্রভাবশালী নেতাদের নাম করে এমইএস(মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস)য়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।অভিযুক্ত যুবকের নাম পুলক বর্মন।ঘটনা জলপাইগুড়ির।
জানা গিয়েছে, কয়েকমাস আগে এমইএস’য়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেয় পুলক বর্মন।বেশকিছুদিন হয়ে গেলেও চাকরি পাননি যুবকেরা।এরপর চাকরি বা টাকা ফিরিয়ে দেওয়ার চাপ দিতেই অভিযুক্ত যুবক পালিয়ে যায়।শনিবার অভিযুক্ত যুবককে জলপাইগুড়ির বয়েলখানা বাজার এলাকায় ধরে ফেলেন প্রতারিত যুবকরা।ক্ষিপ্ত যুবকদের একাংশ অভিযুক্তকে মারধরও করে বলে অভিযোগ।পরে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।
প্রতারিত এক যুবক বলেন,শাসক দলের নেতাদের নাম করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছিল।আজকে তাকে ধরে থানায় তুলে দেওয়া হল।
অন্যদিকে পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।কারা মারধর করল যুবককে সেটাও দেখা হচ্ছে।