রাজগঞ্জ, ২ জুনঃ চার বন্ধু মিলে লটারি কেটে পেলেন ১ কোটি টাকার পুরস্কার । রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের লালস্কুল বালাবাড়ি এলাকার ঘটনা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে লালস্কুল বালাবাড়ি এলাকার একটি দোকানে লটারি বিক্রি হওয়ার পর বেঁচে যায় ৯০০টাকার লটারি।সেই সময় লটারি দোকানদার নুরুল ইসলাম পাশের তিনটি দোকানের বন্ধুকে ডেকে বলেন ৯০০ টাকার লটারি রয়ে গিয়েছে, সবাই মিলে রেখে দেই।বন্ধুরাও তাতে রাজি হয়ে যায়।কিছুক্ষণ পরেই লটারি রেজাল্ট মেলাতে গিয়েই দেখেন প্রথম পুরস্কার জিতেছেন সেই লটারিতে।তারা সকলেই ছোট ব্যাবসায়ী। এই খবর এলাকায় চাউর হতেই মানুষের ভিড় জমে যায় লাল স্কুল এলাকায়।