মাছের বাজারে মন্দা, জামাই না আসায় বাঙালির পাতে উঠবে না রকমারী মাছ

শিলিগুড়ি, ২৮ মেঃ বাঙালী বরাবরই খাদ্যরসিক, খেতে যেমন ভালোবাসে তেমনি খাওয়াতেও।জামাইষষ্ঠীতে তাই রকমারি ফলের পাশাপাশি পাতে থাকতে হবে ইলিশ, গলদা চিংড়ি বা অন্য কোনো মাছ।


তবে এবছরের জামাইষষ্ঠী একেবারেই আলাদা।এই উৎসবে থাবা বসিয়েছে করোনা আতঙ্ক।ফলে একদিকে যেমন অনেক জামাইয়েরা আসতে পারছেন না শ্বশুরবাড়িতে।তেমনিই আর্থিক অবস্থাতেও পড়েছে টান।ফলে মাছবাজারে নেই প্রতিবছরের মত সেই নজরকাড়া ভিড়।

শহরের মাছ বিক্রেতারা জানান, অন্যান্য বছর এই সময় মাছের দাম অনেক বেড়ে যায়।তবে এবারে মাছের দাম খুব একটা বাড়েনি।সাধারণ মানুষের এখন আর্থিক অবস্থা খারাপ, তাই জামাইষষ্ঠীরও অতটা ঝোক নেই।স্বাভাবিকভাবেই মন্দা চলছে মাছের বাজারে।রকমারী মাছ সাজিয়ে বসলেও বিক্রিতে পড়েছে ভাটা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *