শিলিগুড়ি,২৩ জুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাছবোঝাই ট্রাক।মাছ লুট করতে ভিড় স্থানীয়দের।
জানা গিয়েছে,অন্ধ্রপ্রদেশ থেকে শিলিগুড়ির দিকে আসছিল মাছ বোঝাই ট্রাকটি।ঘোষপুকুরের টোলট্যাক্স সংলগ্ন ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি।ঘটনায় আহত হন ট্রাক চালক সহ আরও একজন।তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে দুর্ঘটনার পর মাছ পড়ে থাকতে দেখে লুট করতে ভিড় জমান স্থানীয়রা।যদিও পরবর্তীতে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি উদ্ধার করে।