স্বপ্ন পূরণের লক্ষ্যে মাধ্যমিকে বসছে রাজগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন ৫ ছাত্রী

রাজগঞ্জ, ৭ মার্চঃ এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে রাজগঞ্জের হাওড়া সাউথ পয়েন্ট হ্যান্ডিক্যাপড চিলড্রেন হোমের বিশেষ চাহিদা সম্পন্ন ৫ জন আবাসিক।সোমবার হাওড়া সাউথ পয়েন্ট হ্যান্ডিক্যাপড চিলড্রেন হোমের জলপাইগুড়ি শাখার বাখোয়াবাড়ি কেন্দ্রের চিলড্রেন ওয়েলফেয়ার অফিসার ডালিয়া ধারার সঙ্গে পাঁচ ছাত্রী মালৌনি রউটিয়া, দীপা টিগগা, রামিশা খাতুন, সঞ্জনা খাতুন ও জয়া রায় পরীক্ষার সেন্টারে পৌঁছায়।এরা পাঁচজনই রাজগঞ্জের হরিহর হাইস্কুলের ছাত্রী।তাদের এবছর পরীক্ষার সেন্টার পড়েছে ফাটাপুকুর সারদামণি হাইস্কুলে।এদের মধ্যে মালৌনি রাইটারের সাহায্যে পরীক্ষা দিচ্ছে।রাইটার হিসেবে তাকে সাহায্য করছে ওই স্কুলেরই নবম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা মুন্ডা। 


হোমের ওয়েলফেয়ার অফিসার ডালিয়া ধারা বলেন, ওই পাঁচজন ছাত্রী মূলত চা বাগান ও প্রত্যন্ত এলাকার গরীব পরিবারের মেয়ে।পরিবারের সদস্যরা চা বাগানে শ্রমিক ও দিনমজুরের কাজ করে সংসার চালান।বিশেষভাবে সক্ষম ওই ছাত্রীদের অস্ত্রোপচার ও ধারাবাহিক চিকিৎসার ফলে শারীরিক সমস্যার অনেকটা উন্নতি হয়েছে।তারা আজ পরীক্ষা দিতে আসতে পেরে ভীষণ খুশি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *