শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে বিভিন্ন মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
এদিন শিলিগুড়িতে কৃষ্ণমায়া স্কুল, রামকৃষ্ণ সারদামনি বিদ্যাপীঠ ও নীলনলিনী বিদ্যালয়ে গিয়ে পরীক্ষাকেন্দ্রগুলি ঘুরে দেখেন পাশাপাশি পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন।পরীক্ষা ঠিকঠাক চলছে কিনা সেব্যাপারেও খোঁজ নেন।
অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতেই কিছু জায়গায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্রের ছবি দেখা যায়।এই ঘটনার তদন্তে নেমে বেশকয়েকজনকে পরীক্ষা থেকে বাতিলও করা হয়।সেই ঘটনা নিয়েও এদিন ছাত্রছাত্রীদের কোনরকম প্ররোচনায় পা না দেওয়ার কথা জানিয়েছেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি।বিভিন্ন জায়গায় সুষ্ঠভাবে পরীক্ষা হচ্ছে বলেই তিনি জানিয়েছেন।