পুরোহিতের কাজ করে পড়াশোনার খরচ জোগাড়,মাধ্যমিকে নজরকাড়া ফল শিলিগুড়ির হর্ষের

শিলিগুড়ি, ৭ জুনঃ ছোটো থেকেই মা-বাবার কাছ থেকে দূরে থেকে দাদু দিদার কাছে বড় হয়ে ওঠা।পড়াশোনার খরচ চালাতে পুরোহিতের কাজ করা হর্ষ মাধ্যমিকে ৫৫৮ নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করল।


শিলিগুড়ির দেশবন্ধু হিন্দি হাইস্কুলের ছাত্র হর্ষ মিশ্রা।হর্ষ ২০০৫ সালে শিলিগুড়িতে তার দাদু দিদার কাছে আসে।এরপর এখানেই পড়াশোনা শুরু হয় তার।জানা গিয়েছে, অষ্টম শ্রেণী থেকে বিভিন্ন অনুষ্ঠানে পুরোহিতের কাজ করে পড়াশোনার খরচ চালিয়ে নিজের স্বপ্ন পূরণের আশায় ছুটছে হর্ষ।করোনার সময় যখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল সেইসময় হর্ষ সুজিত পান্ডে নামে এক শিক্ষকের কাছেই পড়াশোনা করত।
হর্ষ জানায়, করোনার সময় শিক্ষক সুজিত পান্ডে তাঁকে নিজের বাড়িতে ডেকে বিনামূল্যে টিউশন পড়াতো।এরফলেই মাধ্যমিকে সফলতা পেয়েছি।আশা ছিল ৯০ শতাংশ নম্বর পাওয়ার।বিজ্ঞান নিয়ে আগামীতে পড়তে চাই।লক্ষ্য এনডিএ’তে যাওয়া, তবে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট।পড়াশোনার জন্য কোনো সরকারি বা বেসরকারি সংস্থা সহযোগিতা করলে সমস্যার সমাধান হবে বলে জানায় হর্ষ।সে আরও জানায়, মা বাবার থেকে দূরে কিছু হওয়ার জন্য এসেছি।যতক্ষণ না অবধি কিছু হচ্ছি ততদিন মা বাবার থেকে দূরেই থাকবো।

হর্ষের টিউশনের শিক্ষক সুজিত পান্ডে বলেন, নবম ক্লাস থেকে হর্ষকে পড়াচ্ছি।তার এই সাফল্যে খুশি।


দেশবন্ধু হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক জয় কিশোর পান্ডে জানান, তার স্কুল মাধ্যমিকে ভালো ফল করেছে।হর্ষ মিশ্র মেধাবী ছাত্র।অনেক পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *