শারীরিক অক্ষমতার সঙ্গে লড়াই করে এবারে মাধ্যমিক পরীক্ষায় বসলো পাঁচ পরীক্ষার্থী

রাজগঞ্জ, ২ ফেব্রুয়ারিঃ শারীরিক অক্ষমতার সঙ্গে লড়াই করে এবারে মাধ্যমিক পরীক্ষায় বসলো পাঁচ পরীক্ষার্থী।


রাজগঞ্জের বাখোয়াবাড়ির হাওড়া সাউথ পয়েন্ট হ্যান্ডিক্যাপড চিলড্রেন হোমের পাঁচ পরীক্ষার্থী হরিহর হাইস্কুলের ছাত্রী। তাদের মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে আমবাড়ি চিন্তামোহন হাইস্কুলে। প্রাপ্য অতিরিক্ত সময় না নিয়েই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা।আজ পরীক্ষার প্রথম দিন তাদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান হোমের ইনচার্জ ডালিয়া ধারা। বিশেষ চাহিদাসম্পন্ন ওই  পাঁচ পরীক্ষার্থী প্রত্যেকেই ছাত্রী। পরীক্ষার্থীরা হল অঙ্কিতা মুন্ডা, শিপ্রা ওঁরাও, তাপসী রায়, শতাব্দি সোরেন ও ছবি টুডু।বিভিন্ন জেলার বাসিন্দা তারা।

এই বিষয়ে বাখোয়াবাড়ি হাওড়া সাউথ পয়েন্ট হ্যান্ডিক্যাপড চিলড্রেন হোমের ইনচার্জ ডালিয়া ধারা বলেন, পাঁচ পরীক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন। নিয়ম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য অতিরিক্ত সময় পায় তারা।তবে পাঁচ জনের মধ্যে একজনের অক্ষমতা ৪০ শতাংশের কম হওয়ায় সে অতিরিক্ত সময় পাবে না।তাই বাকি চারজনও ঠিক করেছে তারাও অতিরিক্ত সময় নেবে না।সাধারণ পরীক্ষার্থীদের মতই পরীক্ষা দিচ্ছে তারা।এদিন পরীক্ষা দিতে আসতে পেরে খুশি তারা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *