শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে মাদকের আসর ও তা ঘিরে ঝামেলা। এক পরিবারের বেশ কয়েকজন সদস্যের উপর হামলার অভিযোগ। বৃহস্পতিবার রাতে এলাকায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন মেয়র গৌতম দেব।
গত সোমবার সূর্যসেন কলোনিতে লোকনাথ মন্দিরের কাছে মাদকের আসর ঘিরে ঝামেলার ঘটনা ঘটে। এরপরই এক পরিবারের চার সদস্যের উপর হামলার অভিযোগ ওঠে। ঘটনায় মঙ্গলবার এনজেপি থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার রাতে এলাকায় যান মেয়র গৌতম দেব। দুই পক্ষের কাছেই সমস্ত বিষয়টি জানেন। পুলিশকে পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন।