শিলিগুড়ির মহাবীরস্থানে পার্কিং সমস্যা, অবৈধ দোকান বসানোর অভিযোগ- ক্ষুব্ধ স্থানীয় ও ব্যবসায়ীরা

শিলিগুড়ি, ১১ আগস্টঃ শিলিগুড়ির মহাবীরস্থানে পার্কিং সমস্যা-যানজট, টাকার বিনিময়ে অবৈধভাবে দোকান বসানোর অভিযোগ।ক্ষোভ প্রকাশ করলেন সেখানকার ব্যবসায়ী ও স্থানীয়রা।ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।


জানা গিয়েছে, মহাবীরস্থানে দীর্ঘদিন ধরে পার্কিং সমস্যায় পড়তে হচ্ছে শহরবাসীকে।তারই মাঝে রাস্তার ধারে বসানো হচ্ছে ছোট ছোট দোকান।যেকারনে মাঝেমধ্যেই যানজটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় মানুষকে।যা নিয়ে রীতিমতো নাজেহাল পরিস্থিতি সেখানকার।শিলিগুড়ি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে মহারীবস্থান হলেও সেখানার ট্রাফিক ব্যবস্থা বেহাল।

স্থানীয় ব্যবসায়ী ও ওয়ার্ডবাসীদের অভিযোগ, নতুন করে একাধিক দোকান বসছে।রাস্তায় চলাচল এবং পার্কিং নিয়ে ব্যাপক সমস্যা হচ্ছে।অবৈধভাবে টাকা নিয়ে বসানো হচ্ছে দোকান।সারাদিন টোটো দাড়িয়ে থাকে।এরফলে আমরা ব্যবসা ঠিক করে করতে পারছি না বলে অভিযোগ তাদের।


অন্যদিকে মহম্মদ আজাদ বলেন, বহুদিন আগে থেকে এখানে দোকান ছিল আমাদের।বাবার শারীরিক অসুস্থ হওয়ার কারণে দীর্ঘদিন ধরে দোকান বন্ধ ছিল।বর্তমানে ফের দোকান বসানো হয়েছে।

এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর সম্প্রীতা দাস বলেন, আমার কাছে কোন অভিযোগ আসেনি।অভিযোগ এলে বিষয়টি দেখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *