মহারাজা অগ্রসেন হাসপাতালের নতুন কমিটি গঠন

শিলিগুড়ি,৩০ মার্চঃ মহারাজা অগ্রসেন হাসপাতালের নতুন কমিটি গঠন।গত ২৮ মার্চ এই উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়েছিল।সভায় অজয় ধানোঠীওয়ালাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।


এছাড়াও নতুন কমিটিতে প্রবীণ সহকারী সভাপতি রতন বিহানি,সহকারী সভাপতি মহাবীর আগরওয়াল ও নওল কিশোর গোয়েল(বাবলু)সম্পাদক মুকেশ সিঙ্ঘল,সহকারী সম্পাদক সিএ মনিষ আগরওয়াল,কর্মাধ্যক্ষ শ্যাম আগরওয়াল(কুবের) এবং সহকারী কর্মাধ্যক্ষ হিসেবে সিএ যোগেশ আগরওয়ালকে নির্বাচিত করা হয়েছে।   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMarsbahis YeniMeritking Giriş