পাচারের পর উদ্ধার হয়ে যাওয়া মহিলাদের জন্য শিলিগুড়িতে খুললো হোম

শিলিগুড়ি, ৭ নভেম্বরঃ শিলিগুড়িতে ১৮ বছর ও তাঁর বেশী বয়সী মহিলাদের জন্য খোলা হল হোম। শিলিগুড়ির পাঞ্জাবিপাড়ায় দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের উদ্যোগে হোমটি খোলা হল।


বিভিন্ন সময়ে শিলিগুড়ি ও আশপাশের এলাকায় পাচার হয়ে যাওয়া মহিলারা উদ্ধার হয়।কিন্তু তাদের থাকার জন্য কোনও জায়গা থাকে না।বাড়িতে সমস্যা থাকলে হাসপাতাল কিংবা অন্য কোথাও থাকতে হয়।যেকারণে সেইসব উদ্ধার হওয়া যুবতী ও মহিলাদের জন্য হোমটি খোলা হল।হোমে কিছুদিন থাকার পর আইনি প্রক্রিয়া, কাউন্সিলিং শেষে সেই মহিলারা বাড়ি ফিরে যেতে পারবেন।

সোমবার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় ও মেয়র গৌতম দেবের উপস্থিতিতে হোমটি উদ্বোধন হয়।পাশাপাশি জলপাইগুড়ির বন্ধুনগরেও একটি হোম খোলা হল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *