নারী দিবস স্পেশালঃ মহিলাদের মাধ্যমে পরিচালিত হয় এই রেল স্টেশন

শিলিগুড়ি, ৮ মার্চঃ দেশের অন্যতম পুরোনো স্টেশন।হেরিটেজও বটে।গান্ধীজি,রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আরও অনেকেই এসেছিলেন এই স্টেশনে। জুড়ে রয়েছে বহু বছরের ইতিহাস। সেই ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউন স্টেশন পরিচালনা করেন মহিলারা।


স্টেশন মাস্টার থেকে শুরু করে সাফাই কর্মী সকলে মিলে এই স্টেশন পরিচালনা করছেন কয়েক বছর ধরে। আর মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত টাউন স্টেশন রীতিমতো মডেল স্টেশন ভারতীয় রেলের। ২০১৮ সালে থেকে স্টেশনে মহিলাদের মাধ্যমে কাজের প্রক্রিয়া শুরু হয়। ২০১৯ সালে এপ্রিল মাসের ২৩ তারিখ সম্পূর্ণ ভাবে মহিলা দ্বারা পরিচালিত রেল স্টেশন হিসেবে ঘোষিত হয় শিলিগুড়ি টাউন স্টেশন। ৩০জন মহিলা তিনটি বিভাগে প্রতিনিয়ত কাজ করে চলেছেন।


নারী দিবসে তাঁদের কথা, আমরা সব সময় ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমরা খুবই গর্বিত এই স্টেশনে কাজ করতে পেরে। বাড়ি ঘর যেভাবে সামলানো হয় তার পাশাপাশি এই টাউন স্টেশনও সামলানো হয়। স্টেশন মাস্টার প্রতিমা দে বলেন, প্রথমদিকে একা একা ডিউটি করা একটু সমস্যা ছিল।ধীরে ধীরে সেই ভয় দূর হয়। যতদিন ধরে কাজ করে চলেছি এখনও পর্যন্ত কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়নি। রাতের দিকে একটু ভয় লাগলেও আরপিএফ এর কর্মরত থাকা আধিকারিকেরা সম্পূর্ণভাবে সাহায্য করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *