শিলিগুড়ি, ১৭ অক্টোম্বরঃ পরকীয়া সন্দেহে এক মহিলার শরীরে থু থু ছিটিয়ে বিবস্ত্র করে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো।ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত সমরনগর এলাকায়।
সোমবার সকালে এক মহিলা তার ছেলেকে নিয়ে টিউশনে যাচ্ছিলেন।অভিযোগ, সেইসময় আরেক প্রতিবেশী মহিলা তার শরীরে থু থু ছেটায়।এর প্রতিবাদ করায় তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়।এরপর স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।পরে প্রধাননগর থানার পুলিশ পৌঁছে দুই মহিলা সহ তিনজনকে আটক করে।
হামলাকারী পরিবারের অভিযোগ, সেই পরিবারের এক ছেলের সঙ্গে ওই মহিলার অবৈধ সম্পর্ক ছিল।যদিও সেকথা মানতে নারাজ আক্রান্ত মহিলা।
এদিন ঘটনার খবর পেয়েই সমরনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত জগদীশ রায় ঘটনাস্থলে পৌঁছান।প্রধাননগর থানার পুলিশকে খবর দেন তিনি।তিনি জানান, আইন হাতে নিয়ে কোনো কাজ করা উচিত নয়।ঘটনার তিব্র প্রতিবাদ জানান তিনি।
এদিকে ওই মহিলাকে এর আগেও পরকীয়া সন্দেহে মারধর করা হয়েছিল বলে জানা গিয়েছে।