শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ বর্তমানে এমন কোনো কাজ নেই যা মহিলারা পারেন না।ইচ্ছেশক্তি আর প্রচেষ্টা থাকলে সবই সম্ভব।এমনই এক উদাহরণ ভারতের প্রথম মহিলা ট্রাক চালক যোগিতা রঘুবংশী।
৫১ বছর বয়সী যোগিতা রঘুবংশী ভোপালের বাসিন্দা।স্বামীর মৃত্যুর পর ট্রাক চালানোকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন।পরিবারে রয়েছে দুই ছেলে মেয়ে, মা-বাবা।প্রায় ১৮ বছর ধরে ট্রাক চালিয়ে আসছেন তিনি।ইতিমধ্যেই ভারতের বহু জায়গায় পাড়ি দিয়েছেন।
গোয়াহাটি থেকে মাল বোঝাই করে সোমবার শিলিগুড়িতে এসে পৌঁছান যোগিতা।শিলিগুড়িতে প্রথম মহিলা ট্রাক চালককে দেখতে ভিড় জমান মানুষ।
যোগিতা জানান, মানুষ ভাবেন যে ট্রাক একমাত্র পুরুষরাই চালাবে।তবে আমি তা মনে করি না।স্বামীর মৃত্যুর পর রোজগারের পথ হিসেবে এই পেশাকেই বেছে নিয়েছি।এমনটা নয় যে আমার কাছে বিকল্প পথ ছিল না।তবে এই কাজেই আমার আসার ছিল।এখন এই কাজই আমার প্রিয় হয়ে উঠেছে।
দীর্ঘ ১৮ বছরে ধরে তার ট্রাক চালানোর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমাদের দেশ খুবই ছোটো, আরও বড় হওয়া দরকার ছিল।খুব তাড়াতাড়ি গোটা দেশ প্রায় ঘোরা শেষ হয়ে গিয়েছে।