শিলিগুড়ি, ১১ মেঃ মা দিনমজুরের কাজ করে সংসার চালায়।বাবা তাদের সঙ্গে থাকেন না।অভাব অনটনের মধ্যেও উচ্চমাধ্যমিকে নজরকাড়া সাফল্য অর্জন করেছে শিলিগুড়ির মহিমা পাল।
৪৬৬ নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী মহিমা।শুক্রবার শিলিগুড়ি টাইমসে মহিমার সাফল্যের খবর সম্প্রচারিত হয়।এরপরই মহিমা পালের পাশে দাঁড়ালেন আশিঘর ফাঁড়ির ওসি প্রসেনজিৎ দে সরকার এবং ডাবগ্রাম-ফুলবাড়ি বিধায়ক শিখা চ্যাটার্জি।
শনিবার সকালে শিলিগুড়ির তেলিপাড়ায় মহিমা পালের বাড়িতে যান আশিঘর ফাঁড়ির ওসি প্রসেনজিৎ দে সরকার।উত্তরীয় পরিয়ে, ফুল ও মিষ্টি তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয় তাকে।
এদিন ওসি প্রসেনজিৎ দে সরকার জানান, মহিমার যেকোনো সাহায্যের প্রয়োজন হলে জানাতে বলেছি।তার কলেজে ভর্তি সহ যাবতীয় খরচ দেব বলেও জানিয়েছি।
ওসি’র এমন উদ্যোগে খুশি মহিমা সহ তার পরিবার।
এদিন ওসি’র পাশাপাশি মহিমা পালকে সংবর্ধনা জানাতে যান ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।উত্তরীয় পরিয়ে, ফুল ও মিষ্টিমুখ করান তিনি।এদিন শিখা চ্যাটার্জি জানান, রাজ্যে মেধা তালিকায় শিলিগুড়ির কোনো পড়ুয়ার নাম না থাকলেও দরিদ্র পরিবারের মেয়ে এমন সাফল্য সত্যিই খুব গর্বের বিষয়।