মানবিক ট্রাক চালক, ফুলবাড়িতে মা হারা কুকুরের ছানাদের খাবার খাইয়ে আসছেন এই ব্যক্তি

ফুলবাড়ি, ২৬ নভেম্বরঃ পথ কুকুরকে বিষ দিয়ে মেরে ফেলার ঘটনাকে ঘিরে যখন চাঞ্চল্য শিলিগুড়িতে।সেইসময় ফুলবাড়িতে ধরা পড়লো মানবিকতার ছবি।নয়টি ছানার জন্মের পরেই গাড়ি দুর্ঘটনায় মারা যায় মা পথকুকুর। সেই ছানাগুলিকে প্রায় এক মাস থেকে প্রতিদিন খাবার খাইয়ে যত্ন করে আসছেন ভিন রাজ্যের এক ট্রাক চালক।ফুলবাড়ি বাইপাস ট্রাক টার্মিনাসে এমনটাই ছবি ধরা পড়েছে।


মানবিক সেই ট্রাক চালকের নাম সুনীল কাপরি।তিনি গুজরাটের বাসিন্দা। জানা গিয়েছে, প্রায় একমাস আগে ফুলবাড়ি বাইপাস ট্রাক টার্মিনাসে নয়টি কুকুরছানার জন্ম হয়। জন্মের পরেই গাড়ি দুর্ঘটনায় মারা যায় মা পথকুকুর।

এরপর থেকে কুকুর ছানাগুলির দেখাশোনা শুরু করেন সুনীল কাপরি।প্রতিদিন কয়েকলিটার দুধ ও বিস্কুট কিনে এনে ছানাগুলিকে প্রায় ১ মাস ধরে খাইয়ে আসছেন তিনি। শুধু তাই নয়, নিজে নিরামিশভোজী হয়েও ওই কুকুর ছানাদের জন্য মাংস কিনে এনে চায়ের দোকানদারকে দিয়ে তা সেদ্ধ করে খাওয়ান।দিনে দুবার এভাবেই খাইয়ে আসছেন তিনি।


শীতের রাতে যাতে কুকুর ছানাগুলির কষ্ট না হয় সেজন্য খড়, কাপড় ও বাক্স দিয়ে থাকার ঘরও বানিয়ে দিয়েছেন।তার এই মানবিকতা দেখে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *