শিলিগুড়ি, ২৭ মেঃ শিলিগুড়ি পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি শুরু করলেন মেয়র গৌতম দেব।রবিবার পর্যন্ত চলবে এই কর্মসূচি।
প্রসঙ্গত, শিলিগুড়ির প্রত্যেকটি ওয়ার্ডের বাসিন্দাদের অভাব অভিযোগ শুনতে এবং সমস্যার সমাধান করতে মানুষের কাছে চলো কর্মসূচি শুরু করেছেন মেয়র।ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডের এই কর্মসূচি করেছেন তিনি।
শনিবার পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে কর্মসূচি শুরু করেন।এদিন হরিপাল মোড় থেকে ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন গৌতম দেব।মানুষের সমস্যার কথা শোনেন।আগামীকাল পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে।