শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের তরফে মহালয়ায় আয়োজিত হচ্ছে ম্যারাথন দৌড়

শিলিগুড়ি, ১১ অক্টোম্বরঃ শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের তরফে মহালয়ার দিন ১০ ও ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।আজ এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করলেন ক্লাবের সদস্যরা।


জানা গিয়েছে, এবারে তাদের ৩৯তম বর্ষ।এবছর ম্যারাথনে প্রায় ৫০০ জন অংশগ্রহণ করবে।অসম, নেপাল,ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড সহ বিভিন্ন জায়গার প্রতিযোগীরা আসবেন।ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হবে দৌড়।১০ কিলোমিটার দৌড় ক্লাব প্রাঙ্গণ থেকে বেরিয়ে সেবক রোড হয়ে ভক্তিনগর থানা থেকে ফের ক্লাবে এসে শেষ হবে।একই ভাবে ৫ কিলোমিটার দৌড়ে হায়দাপাড়ার প্রণামী মন্দিরের সামনে থেকে ঘুরে আবার ক্লাবে শেষ হবে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতের প্রাক্তন হকি দলের গোল রক্ষক ভরত ছেত্রী।এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি উৎপল ব্যানার্জি,সম্পাদক অখিল বিশ্বাস, পিয়ারা সিং সহ ক্লাবের মুখ্য উপদেষ্টা মেয়র গৌতম দেব।


উদ্যোক্তারা জানান, ইতিমধ্যেই বহু প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছে।তবে এবারে সিকিমে এত বড় ঘটনা ঘটে যাওয়ায় সিকিম থেকে কোন প্রতিযোগী অংশ নিতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *