শিলিগুড়ি, ১৭ অক্টোম্বরঃ সোমবার সকালে শিলিগুড়ির মহাত্মাগান্ধী মোড়ে মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় ব্যবসায়ীরা দেখেন মার্কেটে থাকা একটি বৈদুতিক মিটার থেকে ধোঁয়া বের হচ্ছে।এরপরই অগ্নিকান্ডের ঘটনা নজরে আসে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগকে।খবর পেয়েই দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জ্যোৎস্না আগরওয়াল, বিজেপি নেতা বিকাশ সরকার সহ স্থানীয় ব্যবসায়ীরা।