বর্ধমান রোড যেন মারণফাঁদ, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের

শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির বর্ধমান রোড যেন মারণফাঁদ।প্রায়শই ঘটছে দুর্ঘটনা।সোমবার রাতেও মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লো দুই ভাই।রাতে বন্ধুর জন্মদিনে গিয়েছিল দুই ভাই।এরপর আর বাড়ি ফেরা হল না।মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরের বাসিন্দা রাহুল বর্মন(১৮) এবং জয়ন্ত বর্মনের(১৯)।


জানা গিয়েছে, সোমবার বিকেলে বন্ধুর জন্মদিনে শালুগাড়ায় যাবে বলে বাড়ি থেকে বের হয় রাহুল ও জয়ন্ত।জন্মদিন শেষে রাত দেড়টা নাগাদ বাইক চালিয়ে বাড়ি ফিরছিল তারা।সেইসময় বর্ধমান রোডের ঝংকার মোড়ে নির্মীয়মান ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে সজরে ধাক্কা মারে বাইক।স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় খালপাড়া ফাঁড়ির পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের।অপর যুবককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করে।এদিকে মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের সদস্যরা জানান, শালুগাড়ায় বন্ধুর জন্মদিনে গিয়েছিল তারা।কিন্তু ঝংকার মোড়ে কিভাবে পৌছালো তা নিয়েই উঠছে প্রশ্ন।যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে খালপাড়া ফাঁড়ির পুলিশ।


উল্লেখ্য, ২০১৮ সালে ঝংকার মোড়ে ফ্লাইওভারের কাজ শুরু হয়।তবে এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি।যার জেরে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *