শিলিগুড়ি পুরনিগমের সপ্তম মাসিক অধিবেশনে দার্জিলিং মেল নিয়ে তরজা, মোশন জমা করলেন কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী

শিলিগুড়ি, ২৬ আগস্টঃ ১৫ আগস্ট থেকে হলদিবাড়ি থেকে চালু হয়েছে ঐতিহ্যবাহী দার্জিলিং মেল।এরপরই ক্ষোভের সৃষ্টি হয়েছে শহরের মানুষের মধ্যে।পুনরায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং মেল চালু করার দাবি জানিয়ে আসছেন অনেকেই।


এবারে শিলিগুড়ি পুরনিগমের সপ্তম মাসিক অধিবেশনে উঠল দার্জিলিং মেল নিয়ে তরজা।শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী দার্জিলিং মেল নিয়ে মোশন জমা করলেন।

জানা গিয়েছে, পুনরায় দার্জিলিং মেল ট্রেন যাতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চালু করা হয় এই দাবি জানিয়ে বিস্তারিত আকারে লিখিতভাবে এই মোশন জমা দেন কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী।এই বিষয়ে সহমত জানিয়ে বক্তব্য রাখেন ডেপুটি মেয়র রঞ্জন সরকারও।এর আগেও রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন ডেপুটি মেয়র।এদিন সকলের সহমতে মাসিক অধিবেশনে এই আবেদন গ্রহণ করা হয়।


এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, দার্জিলিং মেলের একটা ঐতিহ্য আছে।এই ট্রেনটিতে দুটোর জায়গায় চারটে বগি লাগালে কোন অসুবিধা ছিল না।কিংবা নতুন কোনো সুপার স্পেশালিটি ট্রেন একই গতিতে চালু করা যেতে পারে।এটা খুবই দুর্ভাগ্যজনক।এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *