বেলাকোবা গ্রীন লাভার সংস্থার পক্ষ থেকে মাস্ক ও টুপি বিতরণ

রাজগঞ্জ ২৩ মেঃ আশাকর্মী,সাংবাদিক, সাফাইকর্মী ও রেশনে কর্মরত কর্মীদের মাস্ক ও টুপি প্রদান করল বেলাকোবা গ্রীন লাভার সেচ্ছাসেবী সংস্থা।


এই বিষয়ে সেচ্ছাসেবী সংস্থার সদ্যস শুভদ্বীপ মোদক বলেন, লকডাউনের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় কর্মসূচী করে আসছি। এই  সময় যে সব আশাকর্মী,সাফাইকর্মী ও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পরিষেবা দেবার কাজ করছেন তাদের কথা ভেবে আমারা এই সামগ্রী তুলে দিলাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom giriş