শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ খেলার মাঠ দখল করে তৈরি হচ্ছে বড় বড় বিল্ডিং।যার ফলে বর্তমানে শিশুদের খেলাধূলোর মাঠ আর থাকছে না।এর বিরোধিতায় সরব হলেন বাসিন্দারা।
জানা গিয়েছে, মাটিগাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মেডিক্যাল কলেজ সংলগ্ন পাচকেলগুড়ি এলাকায় রয়েছে একটি খালি মাঠ।যেখানে শিশুরা খেলাধুলা করে।কিন্তু একটি বেসরকারি স্কুল সেই জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ।এর প্রতিবাদে আজ পাচকেলগুড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা শিশুদের নিয়ে মহকুমাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান।ছোট ছোট শিশুরা মহকুমাশাসকের কার্যালয়ের সামনে ফুটবল খেলে এর প্রতিবাদ জানায়।
স্থানীয়রা জানান, একের পর এক খালি মাঠ দখল করে নেওয়া হচ্ছে।পাচকেলগুড়ি এলাকায় একটিমাত্র খালি মাঠ রয়েছে।যেখানে শিশুরা খেলাধূলা করে।সেই মাঠ দখল করতে চাইছে একটি বেসরকারি স্কুল।এই কারণে আজ মহকুমাশাসককে স্মারকলিপি প্রদান করা হল।