মাথাভাঙায় অনুষ্ঠানে গিয়ে প্রহৃত শিলিগুড়ির শিল্পীরা

শিলিগুড়ি, ২ ডিসেম্বরঃ মাথাভাঙায় অনুষ্ঠান করতে গিয়ে প্রহৃত শিলিগুড়ির শিল্পীরা।


জানা গিয়েছে, গত ২৯শে নভেম্বর মাথাভাঙা কলেজে অনুষ্ঠান করতে গিয়েছিল শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার একটি অর্কেস্ট্রা দল।কলেজের অনুষ্ঠান শেষে তারা একটি হোটেলে খেতে যায়।অভিযোগ, সেখানে শিল্পীদের ওপর চড়াও হয় বেশ কয়েকজন যুবক।শিল্পীদের দলে থাকা সৌরভ দাস(বাবুজি)সহ গায়ক রাজা ধর,বাদ্যকার শুভ্রদীপ মুখার্জি সহ অন্যন্যদের বেধরক মারধর করা হয়।শুধু তাই নয় সৌরভ দাসকে অপহরণ করে তাকে মেরে ফেলার চেষ্টাও করা হয় বলে অভিযোগ।এরপর নিয়ে নেওয়া হয় তাদের সমস্ত বাদ্যযন্ত্র।

শুক্রবার গোটা বিষয়টি নিয়ে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন সৌরভ দাস সহ অন্যান্য শিল্পীরা।এদিন সৌরভ দাস জানান,বিগত সময়ে অনুষ্ঠানের ৮০ হাজার টাকা বকেয়া ছিল ওই কলেজের।ওই টাকা না দেওয়ার জন্যই হয়তো এই ঘটনা।সহযোগিতা চেয়ে মাথাভাঙা পুলিশ প্রশাসনের কাছে গিয়েও কোন লাভ হয়নি।ন্যায্য বিচারের দাবিতে আদালতের দারস্থ হবেন বলে জানান তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *