মাথাভাঙায় অবৈধভাবে চাষ হওয়া কয়েক বিঘা আফিম নষ্ট করল প্রশাসন

কোচবিহার,১৫ জানুয়ারিঃ কোচবিহার জেলার মাথাভাঙায় অবৈধভাবে চাষ হওয়া কয়েক বিঘা আফিম নষ্ট করল প্রশাসন।


জানা গিয়েছে,এদিন মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরা হাট দইভাঙ্গি এলাকায় প্রায় ৩০ বিঘা জমির আফিম ও গাঁজা নষ্ট করা হয়।সূত্রের খবর,দীর্ঘদিন থেকে এই এলাকায় অবৈধভাবে আফিম গাঁজা চাষ হচ্ছিল।বিষয়টি এসএসবির মাধ্যমে জানতে পেরে ওই এলাকায় অভিযান চালায় কলকাতার নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর একটি দল।এরপরই আবগারি বিভাগ ও পুলিশের সহযোগিতায় সেখানকার আফিম নষ্ট করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom girişCasibom Girişcasibomcasibomcasibom 780JOJOBETjojobetgirişi jojobetjojobet giriş