দ্রুত কাউন্সেলিং এর দাবিতে ফের মেডিক্যালে বিক্ষোভ জুনিয়ার চিকিৎসকদের

শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ দ্রুত কাউন্সেলিং এর দাবিতে ফের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে বিক্ষোভ দেখালেন জুনিয়ার চিকিৎসকেরা।    


কোভিডের কারনে পিছিয়েছিল মেডিক্যাল পরীক্ষা।এরপর এখনও পর্যন্ত হয়নি কাউন্সেলিং।ফলে বিপাকে পড়েছেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত জুনিয়ার চিকিৎসকেরা।এই কারণে ইতিমধ্যেই দেশজুড়ে সরব হয়েছে জুনিয়ার চিকিৎসকেরা।

এদিন মেডিক্যালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ কর্মসুচি গ্রহন করেন তারা।তাদের এই আন্দোলনের জেরে বিপাকে পড়েছে রোগী পরিষেবা।  


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom girişCasibom Girişcasibomcasibomcasibom 780JOJOBETjojobetgirişi jojobetjojobet giriş