রাজগঞ্জের সন্ন্যাসীকাটায় মেডিক্যাল বর্জ্যের শিল্প ইউনিট করার বিরোধিতায় বিক্ষোভ বাসিন্দাদের

রাজগঞ্জ, ৩০ নভেম্বরঃ রাজগঞ্জের সন্ন্যাসীকাটায় মেডিক্যাল বর্জ্যের শিল্প ইউনিট করার বিরোধিতা করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা।বুধবার প্রশাসনের পক্ষ থেকে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ওই শিল্প ইউনিট নিয়ে এক গণশুনানি সভা করা হয়। সেখানে কয়েকশো বাসিন্দা ব্যাপক বিক্ষোভ দেখান।কোনমতেই সেখানে মেডিক্যাল বর্জ্যের শিল্প ইউনিট করতে দেওয়া হবে না।এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।


জানা গিয়েছে, সরকারের উদ্যোগে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের জমাদারগছ এলাকায় মেডিক্যালের আবর্জনা প্রক্রিয়াকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।প্রায় ৫ বিঘা জমিতে এসএনজি এনভায়রো সলিউশন নামের একটি সংস্থা ওই শিল্প ইউনিট তৈরি করবে।প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা।
বাসিন্দাদের অভিযোগ, ওই শিল্প ইউনিটে উত্তরবঙ্গের আটটি জেলার মেডিক্যাল বর্জ্য সহ মানুষের শরীরের বাদ দেওয়া অধিকাংশ এখানে এনে পোড়ানো হবে।কিন্তু এখানে ঘন জনবসতি রয়েছে।এছাড়া রয়েছে চাষের জমি।ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে।তাই তারা কোনমতেই এখানে ওই শিল্প ইউনিট করতে দেবেন না।

এই বিষয়ে জলপাইগুড়ির এডিএম (এলআর ) রঞ্জন চক্রবর্তী বলেন, গ্রামবাসীরা নির্দিষ্ট জমিতে ওই শিল্প ইউনিট না করার জন্য লিখিতভাবে জানিয়েছেন।বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হবে।


এদিন গণশুনানিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির এডিএম (এলআর) রঞ্জন চক্রবর্তী, রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *