শিলিগুড়ি,১৬ জুনঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল।বৈঠকে উপস্থিত ছিলেন সহকারি সচিব সন্ধ্যা কাবড়া,পল্লব ভট্টাচার্য,পার্থ রক্ষিত ও প্রীতি মদন।
হেপাটাইটিস নিয়ন্ত্রণে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।আগামীতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে একটি এপেক্স হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।পাশাপাশি মেডিকেল কলেজে বিভিন্ন রোগের নমুনাগুলি কিভাবে পরীক্ষা করা হয় সেই বিষয়গুলি নিয়েও আলোচনা করেন আধিকারিকেরা।
মেডিকেল কলেজের অধ্যাপক অরুনাভ সরকার জানান, হেপাটাইটিসকে কিভাবে নির্মূল করা যায় তা নিয়ে আলোচনা করা হল।এছাড়াও সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য বেশকিছু অত্যাধুনিক যন্ত্রপাতি এসেছে যেগুলি অব্যবহৃত অবস্থায় রয়েছে।সেই যন্ত্রপাতিগুলিকে চিকিৎসার কাজে যাতে ব্যবহার করা যায় সেই বিষয়টি স্বাস্থ্য দপ্তরের কাছে তুলে ধরা হয়েছে।যদিও এই বিষয়ে সহমত পোষণ করেছেন তারা।আশা করা হচ্ছে খুব শীঘ্রই সেগুলিকে চিকিৎসায় ব্যবহার করা হবে।