শিশু চুরির পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে উঠল প্রচুর প্রশ্ন

শিলিগুড়ি,২১ এপ্রিলঃ শিশু চুরির ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিন্দায় সরব বিভিন্ন মহল।প্রয়োজনের তুলনায় মেডিকেল কলেজে সিসিটিভি’র সংখ্যাও তুলনামূলকভাবে কম রয়েছে।যার মধ্যে বেশ কয়েকটি খারাপ।পাশাপাশি নিরাপত্তা কর্মীরও অভাব রয়েছে।তবে শীঘ্রই কড়া সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে মেডিকেল চত্বরে বলে জানিয়েছেন সুপার সঞ্জয় মল্লিক।


বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে এক সদ্যোজাত শিশুকে চুরি করে নিয়ে যায় এক মহিলা।ঘটনার পর মেডিকেল কলেজের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।সুপারের কার্যালয়ের সামনে দফায়-দফায় বিক্ষোভ দেখায় শিশুর পরিজনেরা সহ বিজেপির যুব মোর্চার সদস্যরা।

মেডিকেল কলেজের সুপার সঞ্জয় মল্লিক জানান, মেডিকেল কলেজে সিসিটিভির পাশাপাশি নিরাপত্তা কর্মীরও অভাব রয়েছে।রোগী কল্যাণ সমিতির সঙ্গে বৈঠক করে এই সমস্যাগুলি জানানোও হয়েছে।মেডিকেল কলেজে ১৬০টি সিসিটিভি রয়েছে।যার মধ্যে ৪০টিরও বেশি খারাপ হয়ে রয়েছে।তবে এখন থেকে প্রসূতি বিভাগে ভর্তি হওয়া রোগী সহ তাদের পরিবারের সদস্যদের পরিচয় পত্র ও ফোন নম্বর নেওয়া হবে।প্রসূতি বিভাগের ভেতরে প্রবেশের ক্ষেত্রে আরও কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *