শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মেগা কমিউনিটি সার্ভিস কর্মসূচির আয়োজন

শিলিগুড়ি, ৭ মেঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সুকনায় ইলাপাল চৌধুরী মেমোরিয়াল(ট্রাইবাল) হিন্দি স্কুলে মেগা কমিউনিটি সার্ভিস কর্মসূচির আয়োজন করা হল।এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।


জানা গিয়েছে, শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং নবচেতনা সংগঠনের পরিচালনায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।এই কর্মসূচির আওতায় স্কুলে নিঃশুল্ক চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবিরের পাশাপাশি দুঃস্থ শিশুদের শিক্ষা সামগ্রী ও মহিলাদের শাড়ি বিতরণ করা হয়।এছাড়াও পথ দুর্ঘটনা রুখতে এবং ট্রাফিক নিয়ম সম্পর্কে জনগণকে সচেতন করতে চালকদের হেলমেট ও বিশেষ জ্যাকেট প্রদান করা হয়।

এদিন পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমাজের সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার নির্দেশ দিয়েছেন।সেই নির্দেশ অনুযায়ী কাজ করছে মেট্রোপলিটন পুলিশ।আজ প্রধাননগর থানার অন্তর্গত গুলমা চা বাগান এলাকার মানুষকে নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।সহযোগিতা করেছে শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন।এদিনের অনুষ্ঠানে দুঃস্থ শিশুদের শিক্ষা সামগ্রী, মহিলাদের শাড়ি এবং ট্রাফিক আইন নিয়ে মানুষকে সচেতন করতে হেলমেট বিতরণ করা হয়েছে।এর পাশাপাশি কয়েকটি ক্লাবকে ফুটবলও দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *