ভলিবল টুর্নামেন্ট আয়োজনের খরচ নিয়ে মেয়র ও তৃণমূল কাউন্সিলরের বাকবিতন্ডা

শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ সোমবার নির্দিষ্ট সময়ের মধ্যেই পুরনিগমে শুরু হয় বছরের প্রথম বোর্ড মিটিং।এদিন মিটিং শুরু হতেই বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন উপস্থিত কাউন্সিলররা।এরই মধ্যে পুরনিগমের ভলিবল টুর্নামেন্টের আয়োজনের খরচ নিয়ে মেয়রকে প্রশ্ন করলেন তৃণমূলেরই কাউন্সিলর রঞ্জন শীল শর্মা।আর এই নিয়ে মেয়রের সঙ্গে শুরু হয় তৃণমূল কাউন্সিলরের বাকবিতন্ডা।


জানা গিয়েছে, পুরনিগমের তরফে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।সেই টুর্নামেন্টের আয়োজনের জন্য ব্যয় বরাদ্দ করা হয় ৫ লক্ষ টাকা।টুর্নামেন্টের জন্য ৫ লক্ষ টাকা খরচের কথা বলা হলেও কেন পরে তা ১০ লক্ষ টাকায় নিয়ে যাওয়া হল তা নিয়েই এদিন প্রশ্ন করেন রঞ্জন শীল শর্মা।এই নিয়ে মেয়রের সঙ্গে কাউন্সিলরের বাকবিতন্ডা হয়।যদিও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানান মেয়র গৌতম দেব।

অন্যদিকে, বিরোধীদের কোনরকম গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং পুরনিগমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পুরনিগমের বোর্ড মিটিং বয়কট করলেন বিজেপি কাউন্সিলররা।পাশাপাশি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা অমিত জৈন।


এই বিষয়ে বিরোধী দলনেতা অমিত জৈন জানান, পুরবোর্ডের একবছর হয়ে গেলেও এখনও এলাকায় কোনো কাজ করতে পারিনি আমরা।বোর্ড মিটিংয়ে আমাদের কথার কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না।সেই কারণে আজ বোর্ড মিটিং বয়কট করে পুরনিগমের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তিনি।পাশাপাশি শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান তিনি।

অন্যদিকে বিরোধীদের অভিযোগ মানতে নারাজ মেয়র গৌতম দেব।তিনি বলেন, বিজেপি কাউন্সিলররা মিটিংয়ে আসবেন কিনা সেটা তাদের দলের সিদ্ধান্ত।আমার বলার কিছু নেই।বিজেপি কাউন্সিলরা কোন কাজ পেয়েছে কি পায়নি সেসব রিপোর্ট কার্ডে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *