মেয়রকে বলেছিলেন ‘বেকার ভোটটা দিলাম’, সমস্যা জানাতেই রাস্তা মেরামতের কাজ শুরু

শিলিগুড়ি,২৭ জুলাইঃ গত শনিবার ‘টক টু মেয়র’ কর্মসূচীতে ফোন করে এলাকার বেহাল রাস্তা ও পানীয় জলের অভাব নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীর আর্য৷ এমনকি ফোন করে মেয়রকে বলেছিলেন যে,  ‘এখন মনে হচ্ছে বেকার ভোটটা দিয়ে দিলাম৷’ এলাকায় বেহাল রাস্তা ও বর্ষার মধ্যে জলা জমা নিয়ে ক্ষোভপ্রকাশ করছিলেন ওই বাসিন্দা৷


মেয়রকে সেই অভিযোগ জানানোর পরই তড়িঘড়ি রাস্তা মেরামত করার কাজ শুরু করা হল এলাকায়৷ বাসিন্দাদের থেকে সমস্যার কথা শোনার পরই মেয়র আশ্বাস দিয়েছিলেন রাস্তাটি যাতে ঠিক করা যায় তা দেখা হবে৷ এরপরই ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ প্রসাদ শাহ সেই বাসিন্দাদের সঙ্গে কথা বলেন৷এলাকায় গিয়ে বেহাল রাস্তা দেখেন৷এরপরই সেই রাস্তায় মাটি, পাথর ফেলা হয়৷  অভিযোগ ছিল ৪০ নম্বর ওয়ার্ডের একতিয়াশাল সংলগ্ন খাই খাই বাজারের সেই রাস্তার বেহাল অবস্থা বহুদিন ধরে৷ বৃষ্টিতে জল জমে যাওয়ায় সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যার মধ্যে পড়তে হয়৷ বিষয়টি জানার পর কাউন্সিলরকে তা দেখার কথা বলেন মেয়র৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO