মেয়রকে নিগ্রহের প্রতিবাদে যৌথ নাগরিক মিছিল বাম-কংগ্রেসের

শিলিগুড়ি,১১ ফেব্রুয়ারিঃ তৃণমূল কাউন্সিলর দ্বারা নিগৃহীত মেয়র। তারই প্রতিবাদে আন্দোলনে সোচ্চার বাম-কংগ্রেস। 
প্রসঙ্গত, গত সোমবার বিধবা ভাতা, বার্ধক্য ভাতার দাবি নিয়ে আন্দোলন সংগঠিত করেছিল ৩৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন কাউন্সিলর রঞ্জন শীল শর্মা। প্রায় ঘন্টাখানেক ধরে মেয়রকে আটকে রেখে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে তারা। আন্দোলনের জেরে অসুস্থ বোধ করেন মেয়র অশোক ভট্টাচার্য। তবে তার পরেও মেয়রকে রেহাই দেয়নি আন্দোলনকারীরা। শুধু তাই নয় মেয়রের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি কোন মেয়র পারিষদকেও। অভিযোগ কোন খাবার, জল, দিতে দেওয়া হয়নি মেয়রের কাছে। তৃণমূলের এই ধরনের অনৈতিক আন্দোলনকে সায় দিতে নারাজ বাম-কংগ্রেস। সেকারণে আজ এই অনৈতিক আন্দোলনের বিরুদ্ধে সোচ্চার হয় দার্জিলিং জেলা কংগ্রেস ও বামপন্থী সংগঠন। 
জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার মালাকার ও সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকার এর উপস্থিতিতে এক প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয়। যা সিপিএমের দলীয় অনিল বিশ্বাস ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে উপস্থিত কংগ্রেসের জেলা সভাপতি শঙ্কর মালাকার জানান, শিলিগুড়িতে বামপন্থী বা কংগ্রেসের উপর শাসকদলের তৃণমূল কংগ্রেসের যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে যৌথভাবে আন্দোলনে সরব হবে তারা। অন্যদিকে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে জীবেশ সরকার জানান, তৃণমূলের কোন আন্দোলনের কাছে মাথা নত করবে না জেলা বামফ্রন্ট। গত সোমবার যেভাবে মেয়রকে তৃণমূল কাউন্সিলর হেনস্থার চেষ্টা করেছে তা কোন মতেই মেনে নেওয়া যায় না। সেই কারণে আজ তারা আন্দোলন সংগঠিত করছে। আগামীতে কোনরকম এই ধরনের ঘটনা ঘটলে কংগ্রেস ও বামফ্রন্ট যৌথভাবে এর বিরোধিতা করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *