নেই মিড-ডে-মিল খাওয়ার ঘর, মাঠে বসেই  খেতে হয় নারায়ন জোত প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের  

রাজগঞ্জ, ৭ ফেব্রুয়ারিঃ নেই মিড-ডে মিলের খাওয়ার ঘর, তাই মাঠে বসেই মিড-ডে মিল খেতে হচ্ছে রাজগঞ্জ ব্লকের নারায়ন জোত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের।


রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের পাশে রয়েছে নারায়ণ জোত প্রাথমিক বিদ্যালয়।যেখানে মাঠে বসেই ছাত্রছাত্রীদের খেতে হয় মিড ডে মিল।এরফলে সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের।বুধবার এমনই ছবি ধরা পড়ল।

এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের এই বিদ্যালয়ে প্রায় ৬০ জন ছাত্র-ছাত্রীরা রয়েছে৷ কিন্তু আমাদের বিদ্যালয়ে কোনো ডাইনিং সেড না থাকায় বাচ্চাদের মাঠে বসেই খাবার খেতে হচ্ছে। ঠান্ডা ও বৃষ্টির দিনে খুব অসুবিধায় পড়তে হয়।স্কুলের বাউন্ডারি ওয়াল না থাকায় মাঠে গরু ছাগল ঘোরাঘুরি করে।ফলে অনেক সময় মাঠে বসে খাবার খেতে অসুবিধা হয় ছাত্রছাত্রীদের।নিরুপায় হয়ে স্কুলের বারান্দায় বসে মিড ডে মিলের খাবার খায় ছাত্র-ছাত্রীরা। বিভিন্ন যায়গায় একাধিক বার আবেদন করেও মিলেনি কোনো সুরাহা। তাই ডাইনিং সেড, বাউন্ডারি ওয়াল খুব প্রয়োজন বলে জানান তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *