বনদপ্তরের উদ্যোগে ফুলবাড়ি ব্যারেজে পরিযায়ী পাখি গণনা

রাজগঞ্জ, ৩১ জানুয়ারিঃ পরিযায়ী পাখি গণনা করা হল ফুলবাড়ি ব্যারেজে।বনদপ্তরের সঙ্গে ওই পাখি গণনায় অংশ নেয় বার্ড ওয়াচার সোসাইটি, অপটোপিক, ন্যাফ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মেটাকোচ ও জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাব সহ কয়েকটি পাখিপ্রেমী সংস্থা। এদিন পাঁচটি দলে ভাগ হয়ে নৌকা নিয়ে ফুলবাড়ি ব্যারেজ সহ সংলগ্ন জলাশয়ে পাখি গণনা করা হয়।


এই বিষয়ে অপটোপিকের সম্পাদক সন্তু বলেন, প্রতিবছরের মত এবারও মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখি এসেছে।সেই পাখির সংখ্যা কত তা জানতে সোমবার গণনা করা হয়।রুডি শেলডাক, রেড ফ্রন্টেট প্রচার্ড, গ্যডওয়াল, হুইসলিং ডাক, গ্রেটার হোয়াইট ফ্রন্টেট গুজ সহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে।

তিনি আরও বলেন, কয়েক বছর থেকে ফুলবাড়ি ব্যারেজ এলাকায় পিকনিক বন্ধ সহ পাখিদের বিরক্ত করা বন্ধ হওয়ায় গতবছর থেকে পরিযায়ী পাখির সংখ্যা বাড়তে শুরু করেছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *