শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ পুজো হবে।কিন্তু চাঁদা কোথায়? কোনও অ্যাসোসিয়েশন চাঁদা দিতে চাইছেন না পুজো উদ্যোক্তাদের।এমনই অভিযোগ শিলিগুড়ির পুজো উদ্যোক্তাদের।
ফলে পুজো কীভাবে করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন অনেক ক্লাব।মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের তরফে শহরের দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে আলোচনায় বসা হয়েছিল।সেই আলোচনাতে বিভিন্ন পুজো উদ্যোক্তারা নানা সমস্যার কথা তুলে ধরেন।সেখানে চাঁদা নিয়ে সমস্যার কথা তুলে ধরেন অনেকে।
এদিন মহানন্দা স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা অরূপ মজুমদার জানান, আমরা পুজোর চাঁদার জন্য বিভিন্ন অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানাচ্ছেন যে চাঁদা দিতে পারবেন না।এভাবে করলে পুজো কীভাবে হবে।রাজ্য সরকারের তরফে যে টাকা দেওয়া হয় তা দিয়ে কিছুটা সাহায্য হয়।
এদিন সমস্যার কথা শুনে পুরনিগমের প্রশাসক গৌতম দেব জানান, কয়েকদিনের মধ্যে অ্যাসোসিয়েশন গুলিকে নিয়ে আলোচনায় বসা হবে।তাদের জানানো হবে অন্তত সাধ্যমতো যাতে কিছু সাহায্য করা হয়।
অন্যদিকে এদিন পুরনিগমের তরফে জানানো হয়, বিসর্জনে আতশবাজি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।