ছয় মাসের মধ্যেই শিলিগুড়ির নাবালিকা খুনের মামলার নিস্পত্তি, ফেব্রুয়ারিতেই হবে রায়দান

শিলিগুড়ি, ৩১ জানুয়ারি : ছয় মাসের মধ্যেই মাটিগাড়ায় ছাত্রী খুনের মামলার নিস্পত্তি হতে চলেছে শিলিগুড়িতে। নাবালিকা ছাত্রীকে পাথর দিয়ে মাথা থেতলে খুনের ঘটনায় আগামী ৫ ফেব্রুয়ারি শেষ সাক্ষ গ্রহন করবে শিলিগুড়ি মহকুমা পকসো আদালত।


সোমবার মামলার শেষ সাক্ষ গ্রহনের পর সেখান থেকে প্রশ্ন বাছাই করবেন বিচারক।এরপর সিআরপিসির(crpc) ৩১৩ ধারায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করবেন বিচারক।তার বিরুদ্ধে যে সাক্ষ প্রমান পুলিশ দিয়েছে, সেই প্রমান থেকেই প্রশ্ন করা হবে।এরপর অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনে সাক্ষী পেশ করার সময় দেওয়া হবে।অভিযুক্ত সাক্ষী পেশ করতে চাইলে অন্তত ১০-১৫ দিন সময় পাবে।নয়তো অন্তিম শুনানি করে মামলার রায় দেবেন বিচারক।সেইমতো প্রস্তুতি শুরু করেছে শিলিগুড়ি পুলিশ।অভিযুক্তের ফাঁসি হোক চাইছেন শহরের পুলিশ কর্তারা ৫ তারিখ মামলার তদন্তকারী আধিকারিকের(আইও)শেষ সাক্ষ গ্রহন করবে আদালত।৫ তারিখ কোনপ্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

এই বিষয়ে শিলিগুড়ি মহকুমা আদালতের আইনজীবী সুতীর্থ রাহা জানান, এই মামলায় অভিযুক্তের ফাঁসির জন্যে সবরকম চেষ্টা করছে পুলিশ।বিচারক তাই অভিযুক্তকেও সুযোগ দেবেন।তবে আদালতে এত চাপের মধ্যে অনেক দিন বাদে এত তাড়াতাড়ি কোন মামলার নিস্পত্তি হচ্ছে এটা ভালো।


গত আগস্ট মাসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা এলাকায় এক নাবালিকা স্কুল ছাত্রীকে খুন করা হয়।ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে পাথর দিয়ে মাথা থেতলে খুন করা হয় ওই ছাত্রীকে।এরপরেই শহর জুড়ে আইনশৃঙ্খলার অবনতি হতে শুরু করে।যদিও তদন্তে নেমে রাতারাতি অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।এরপরেই শিলিগুড়ির পকসো আদালতে মামলা শুরু হয়।ঘটনার তিন মাসের মধ্যে মামলার চার্জশিট দেয় মাটিগাড়া থানার তদন্তকারী আধিকারিক পরেশ বর্মন।এরপরেই মামলার শুনানি শুরু হয়।মামলায় একাধিক সাক্ষী পেশ করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *