দুই বাংলার যোগাযোগ বাড়াতে এনজেপি থেকে ছুটলো ‘মিতালী’

শিলিগুড়ি, ১জুন: দুই বাংলার মানুষের যোগাযোগ বাড়াতে বুধবার থেকে যাত্রা শুরু করল মিতালী এক্সপ্রেস৷বুধবার এনজেপি স্টেশন থেকে ঢকার উদ্দেশ্যে রওনা দেয় মিতালী এক্সপ্রেস৷প্রথম দিন ১৮ জন যাত্রী ছিলেন৷


এদিন এনজেপি স্টেশনে ভার্চুয়ালি দুই দেশের প্রতিনিধিরা ভারত-বাংলাদেশের মধ্যেই নতুন ট্রেনটির উদ্বোধন করেন৷এছাড়া এনজেপি স্টেশনে রেলের আধিকারিকেরা ছাড়াও জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ উপস্থিত ছিলেন৷

এখন থেকে প্রতি সপ্তাহে বুধবার ও রবিবার করে এনজেপি স্টেশন থেকে ছাড়বে মিতালী এক্সপ্রেস৷বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সোমবার ও বৃহস্পতিবার করে ছাড়বে এই ট্রেন৷ ইতিমধ্যেই এনজেপি স্টেশনে ইমিগ্রেশন সেন্টার বানানো হয়েছে৷যেখানে যাত্রীরা পাসপোর্ট ভিসা দেখিয়ে ট্রেনে উঠতে পারবেন৷এই ট্রেন চালু হয়ে যাওয়ায় উত্তরবঙ্গে পর্যটন আরও একধাপ এগিয়ে যাবে বলে মনে করছে পর্যটন মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *