বকেয়া বেতনের দাবীতে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপতালে বিক্ষোভ

কোচবিহার, ৯ সেপ্টেম্বরঃ ২ মাসের বকেয়া বেতনের দাবীতে কাজ বন্ধ করে অবস্থান বিক্ষোভ বসলেন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপতালের কোভিড বিভাগের সাফাই কর্মীরা।


জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে কোভিড বিভাগের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসেন।তাদের অভিযোগ , করোনার প্রথম থেকে কোভিড বিভাগে কাজ করে আসছেন।বেতন নিয়ে বরাবরই সমস্যায় পড়তে হয়।এর আগেও আন্দোলন করেই বেতন পেয়েছিলেন।ফের গত ২ মাস ধরে বেতন পাচ্ছেন না।

বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঠিকাদার সংস্থায় জানিয়েও কোনো লাভ হয়নি।তাই বাধ্য হয়ে আন্দোলন নেমেছেন তারা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslar