শহরে নতুন কায়দায় একের পর এক চুরি, এবার সাত সকালে ঘরে ঢুকে মোবাইল নিয়ে পালালো মহিলা

শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ গাড়ির কাঁচ ভেঙে লুঠের ঘটনারই এখনও কিনারা করতে পারেনি শিলিগুড়ি পুলিশ।এরইমাঝে পুলিশের নতুন মাথা ব্যাথার কারন মহিলা গ্যাং। কাজের খোঁজ করতে গিয়ে মানুষের ঘরে ঢুকে নিমেষে হাওয়া করে দিচ্ছে মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী। গোটা ঘটনায় রীতিমত আতঙ্কিত শহরবাসী। শহরের এই মহিলা গ্যাংই এখন শিলিগুড়ি পুলিশের রাতের ঘুম কেড়েছে। আগে শুধু বাড়িতে বা দোকানে চুরির ঘটনা ঘটত এখন দিনে গাড়িতে চুরি,সকালে বাড়িতে হাত সাফাইয়ের ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।


শুক্রবার সকালেই শিলিগুড়ি শহরে এই ধরনের একটি ঘটনা ঘটেছে।গোটা ঘটনা জানিয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সবে ঘুম থেকে উঠে মোবাইল ফোন টেবিলের ওপর রেখে কাজ করছিল সুস্মিতা।কলেজে যাবে বলে তড়িঘড়ি কাজ সেরে নিচ্ছিল সে। এরই মাঝে হঠাৎ বাড়িতে হাজির মধ্যবয়সী এক মহিলা? পরনে হলুদ রঙের চুরিদার, মাস্ক দিয়ে মুখ ঢাকা,স্কার্ফ দিয়ে মাথা ঢাকা। হাতে একটি নাইলনের বাজারের ব্যাগ। ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে যাচ্ছিল ওই মহিলা। কেন ঘরে ঢুকছে,কী উদ্দেশ্য প্রশ্ন করতেই কিছু না কিছু না কাজ খোঁজ করতে এসেছি বলে বেরিয়ে চলে যায় ওই মহিলা। মহিলা চলে যাওয়ার পর থেকেই ঘরে থাকা মোবাইল ফোনের খোঁজ পাচ্ছিল না সুস্মিতা। এরপর বাড়িতে সকলকে সবটা জানায়।ধীরে ধীরে আশেপাশের বাড়ি থেকেও শুনতে পায় ওই মহিলা সব বাড়িতে ঢুকেছে।কাউকে কিছু না বলেই ঘরে ঢুকে যাচ্ছে। সুস্মিতা বুঝতে পারে তাঁর ফোন চুরি গিয়েছে। পুরো বিষয়টি এরপর থানায় লিখিত আকারে জানিয়েছে সে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *